দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুর্বশত্রুতার জের ধরে বাড়ীঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ আব্দুল কাইয়ুম গত রোববার (৯ জুলাই) একই গ্রামের ছফির উদ্দিন ফকিরের ধান খেতের আইল কাটতে থাকায় স্থানীয়রা বাঁধা দিলে কাইয়ুম ও তার লোকজন ছফির উদ্দিন কে গালমন্দ করে জোর করেই খেতের আইল কেটে নেয়। পরবর্তিতে এনিয়ে বাড়িতে এসে বাড়ী-ঘর ভাংচুর করে বাড়ীর লোকজনকে বেধড়ক মারধর করে প্রান নাশের হুমকি দিয়ে যায়। পরবর্তিতে তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে এনে ভর্তি করেন স্থানীয়রা।
হামলা নিয়ে ছফির উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, হামলার সময় স্থানীয়রা না এলে ওইদিন আমাদের প্রানে মেরে ফেলতো কাইয়ুম ও তার লোকজনেরা। আমি সহ আমাদের ৩জন লোক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এ সুষ্ঠ বিচার চাই।
হামলা নিয়ে আব্দুল কাইয়ুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply