দিগন্ত ডেক্স : দিনাজপুরের চিরিরবন্দরে অজিফা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি আজ ৮ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টার মধ্যে যেকোন সময় উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বদরপাড়ায় ঘটেছে। অজিফা আক্তার ওইপাড়ার মো. আজাব উদ্দিন বাবুর মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
প্রতিবেশী ও পরিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন ওই সময় বাড়িতে না থাকার সুযোগে অজিফা আক্তার (১৭) নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিঁড়িতে আত্মহত্যা করেছে। অজিফা আক্তার মাঝে মাঝে মানসিক বিকারগ্রস্থ হতো।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহালপূর্বক কারো আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply