বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

মানিকগঞ্জে ৫ জন কাঁচা মরিচ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১২৩ পঠিত

দিগন্ত ডেক্স : মানিকগঞ্জসহ সারা দেশে বেশ কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় এতে পাইকারি ও খুচরা বাজারে ব্যাপক ভাবে প্রভাব পড়েছে। বাজারে গিয়ে বিভাগে পড়েছে স্বল্প আ‌য়ের লোকজন। ভারত থেকে মরিচ দেশে আসার পরও জেলার বিভিন্ন বাজারে মরিচের দাম না কমায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে।

পাইকারি বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ ১৬০ টাকায় কিনে এনে ভোক্তার কাছে বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকা। অভিযানে এমন তথ্যের প্রমাণ পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। পরে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মরিচ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন তিনি।

আজ সোমবার ( ৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য জানান। জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর কাঁচা বাজার আড়ৎ, মোল্লা বাজার, পৌর কাঁচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়। এ সময় ১৬০ টাকায় কেনা কাঁচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রি, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানায, আজকে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সদর উপজেলার বেশ কয়েকটি পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দামে প্রতি কেজি মরিচ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় খুচরা ও পাইকারি বাজারের সকল ব্যবসায়ীকে ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।  জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com