মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৫৩ পঠিত

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী, মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ,গণেশ্বরী ও গুমাই  নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ রোববার (০২ জুলাই)  সন্ধ্যায় উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে ।

এছাড়াও উপজেলার প্রায় ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি ঢুকেছে। কলমাকান্দা – বরুয়াকোনা সড়কের খাসপাড়া ও গুদারা ঘাট, ইসবপুর, একরামপুর, মনতলা, বিশরাপাশাসহ  কাঁচা-পাকা অন্তত দশটি সড়কে বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।

কলমাকান্দা সদরের বাসিন্দা অমিতাভ দাস বলেন, “বর্ষার ভর মওসুম চলছে। কিন্তু এতদিন পানি আসে নাই। গত ৫দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে উব্ধাখালি নদী ভরেছে। এখন নৌযান চলাচল করতে পারছে। নদীর পানি এখন উপচে নীচু এলাকায় পানি ঢুকেছে। কিন্তু এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে নীচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, রোববার সকাল থেকে পানি বেশ বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়নের কালাকোনা, জীবনপুর, গোয়াতলা, কৈলাটি, মঙ্গলসিধসহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। এতে করে ওই এলাকার মানুষ কিছুটা পানিবন্দী হয়ে পড়ছে

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন সাংবাদিকদের বলেন , স্কুল বন্ধ থাকায় কতগুলো বিদ্যালয়ে বন্যার পানি এসেছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে বাহাদুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজপাড়া, খলা-২, বড়খাপন, চৌহাট্টা, বাউসারী, হাইলাটী, রিকা, পোগলা, ভাটিপাড়াসহ বেশ কিছু বিদ্যালয়ের মাঠে পানি ঢুকেছে।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে আজ রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত উব্দাখালী নদীর ডাকবাংলা পয়েন্টে  ৯ সেন্টিমিটার পানিবৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ।

উপজেলা নিবার্হী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ-খবর নিচ্ছি।  জরুরি হট নম্বর খোলা হয়েছে। শুকনা খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com