দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে আ‘লীগ ও তাঁর অঙ্গসংগঠনের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আ‘লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনাসভা সহ দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ¦ সফিকুল ইসলাম সফিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝুমা তালুকদার, ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, পারভীন আক্তার, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক খান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি পাভেল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে। আজকে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়কর রোল মডেল। দেশের উন্নয়ন মুলক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply