সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বন্যহাতির আক্রমন, চরম আতঙ্কে গ্রামবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৭০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : রাত যেন শেষ হয়না দুর্গাপুর উপজেলার সীমান্তে বসবাসরত আদিবাসীদের। চরম আতঙ্কে কাটছে রাতের পর। এই বুঝি হাতির গ্রামে প্রবেশ করে শুরু করবে তান্ডব। হাতে টর্চ লাইট, হাতে মশাল ও ঘন্টা বাজিয়ে হাতি ঠেকাতে ব্যাস্ত ওই এলাকার মানুষ গুলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সমিান্ত এলাকায় অবস্থায় করছে বন্য হাতির দল।

সীমান্তের ওপার থেকে আসা বন্য হাতির দল উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিজয়পুর, আড়াপাড়া, ছনগড়া, রানীখং, ভাংতিরপার, ভবানীপুর, বাদাম বাড়ি ও দাহাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে তান্ডব চালাচ্ছে। এতে চরম আতঙ্কে বসবাসর করছে ওই এলাকার হাজারো মানুষ। প্রায় প্রতিদিনই ভাঙ্গচুর করছে ঘরবাড়ী, নষ্ট করছে খেতের ফসল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই সীমান্তবর্তী কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নে ৩০-৩৫টি হাতি পাহাড়ি উঁচুনিচু টিলায় অবস্থান করলেও সন্ধা হলেই প্রবেশ করে গ্রামের বসতিস্থলে। ভারতীয় বন্য হাতির তান্ডবে গত কয়েকবছরে সীমান্তের গ্রামগুলোর ঘরবাড়ি, ফসল, গাছপালার ব্যাপক ক্ষতি হচ্ছে। হাতির আক্রমণে আহতের ঘটনাও ঘটেছে প্রতিনিয়ত। তবে গত ৭ মাস ধরে হাতির দল প্রায় প্রতিদিনই সকাল-বিকাল হামলা শুরু করেছে। এজন্য চরম আতঙ্কে রাত কাটাচ্ছে গ্রামবাসীরা।

এ নিয়ে দাহাপাড়া গ্রামের আদিবাসী নেত্রী সুচনা সাংমা ও কার্তিক হাজং যুগান্তর কে বলেন, দুইদিন ধরে হাতির আতঙ্কে রাতে ঘুমাই না। কখন যে কার বাড়িতে আক্রমণ শুরু হয় এ আতঙ্কে রয়েছি আমরা। বন্যহাতির তান্ডব থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

উত্তর ভবানিপুর গ্রামের হাবিল উদ্দিন, তাইজুল মিয়া ও একলাছ মিয়া বলেন, প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে বন্য হাতির দল। সামনে ঈদ, ঘরে রাখা ধান, চাউল সব খেয়ে ফেলেছে। এমন চলতে থাকলে ঘরবাড়ী ফেলে রেখে অন্যত্র চলে যাওয়া ছাড়া আমাদের কোন উপায় নাই।

এ নিয়ে উপজেলা বন কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমাদের লোকজন ওই এলাকায় অবস্থান করছে। গ্রামের মানুষদের সতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত্যদের সহায়তা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর ওই এলাকায় নতুন করে শুরু হয়েছে বন্য হাতির তান্ডব। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ্যদের সহায়তা করা হয়েছে। এবারের তান্ডবে যাদের ক্ষতি হয়েছে তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com