বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৭ পঠিত

দিগন্ত ডেক্স : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্য হয়েছে। বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে দমকল বাহিনীর একটি ইউনিট ঐ দুই শিশুকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত শিশুদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসের বৈদ্যুতিক সহকারী মোঃ জাকির হোসেনের ছেলে রায়হান (৭)। আরেকজন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগর ইউনিয়নের বাসিন্দা পান বিক্রেতা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের প্রথম শ্রেণীর ছাত্র।

নিহত রায়হানের চাচা কামাল হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বেলা ২টার দিকে ফুটবল খেলা শেষে মারুফ ও রায়হানসহ সবাই একসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত অন্যান্যরা শিশু দুটিকে খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রিজওয়ানুর রহমান বলেন, বিকেল তিনটার দিকে দমকল বাহিনীর সদস্যরা শিশু দুটিকে এখানে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারি দুজনই মারা গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com