নেত্রকোনা প্রতিনিধি : “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”। “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ। এই প্রতিপাদ্যে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক, জেলার বিভিন্ন এনজিও, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবেশবিদ, শিক্ষাবিদ ও রাজনীতিকদের অংশগ্রহণে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস। সোমাবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয় এ দিবস।
নেত্রকোনা কালেক্টরেট স্কুল মাঠে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে জেলা পর্যায়ে দিবসের সুচনা করা হয়। পরে বিভিন্ন রং বেরঙ্গের পরিবেশ বিরোধী প্লে-কার্ড প্রদর্শন, বৃক্ষপ্রেমিক আ: হামিদ কবিরাজ প্রতীকী “দূষণদানব” সেজে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে বার্তা ও সতর্ক বাণী প্রচার করেন।
পরবর্তিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। মুলপ্রবন্ধ পাঠ করেন নেত্রকোনা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক জনাব নাজমুল কবির। অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সাংবাদিকসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশ দিবস কেন্দ্রীক আলোচনা করেন।
বক্তারা বলেন, সরকার, উৎপাদক, ব্যবহারকারী সকলের সচেতনতা ও ধারাবাহিক সামাজিক আন্দোলনের মধ্যদিয়েই প্লাস্টিক আগ্রাসন রক্ষা পাওয়া যেতে পারে। উৎপাদন থেকে দোকান, দোকান থেকে পরিবেশে, পরিবেশ থেকে মানবদেহে, সভ্যতার নীরব ঘাতক এই পাস্টিক। সাগর, নদী, হিমালয়ের চূড়া, ধানের জমি, মাটি, খাদ্যের মোড়কে, ফ্রিজে, মানুষের রক্তে, মায়ের দুধে, খাবার টেবিলে, সমুদ্র সৈকতে, ড্রেনে সবস্থানেই ভয়াবহভাবে মিশে আছে মরণ কণা প্লাস্টিক। আসুন প্লাস্টিক রোধে নতুন করে শপথ নেই। যেখানেই প্লাস্টিক, সেখানেই প্রতিবাদ। আলোচনা শেষে স্কিুল পর্যায়ে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার (সার্টিফিকেট ও ফলদ গাছের চারা) বিতরণ করা হয়।
Leave a Reply