কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ ঝুলছিল মেরা গাছের ডালে। নিহত আলাল উদ্দীন উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। নিহত বৃদ্ধ তার স্ত্রী মজিদা বেগমকে নিয়ে ওই গ্রামে অন্যর বাড়ীতে বসবাস করতেন।
শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর নামক এলাকায় চিরঞ্জিত মারাক এর বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে জঙ্গলের মেরা গাছের ডাল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ী থেকে গত বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্যে আলাল উদ্দীন স্থানীয় বরুয়াকোনা বাজারের উদ্দেশ্য বের হন। এরপর থেকে বাড়ী ফিরে যাননি আলাল উদ্দীন । ওইদিন রাতেই তার স্ত্রীসহ বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাননি আলালের। পরের দিন শুক্রবার সকালে ওই গ্রামের স্থানীয় ছেলে মেয়েরা আম কুড়াতে গিয়ে চিরঞ্জিত মারাক এর বসতবাড়ির দক্ষিণ পার্শ্বের জঙ্গলের মেরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মানুষের মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকারের স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান আলাল উদ্দীনের মরদেহ ঝুলছে গাছে । খবর পেয়ে কলমাকান্দার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক (এসআই) সৌরভ ঘোষসহ সঙ্গীয় পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত থেকে ওই মেরা গাছের ডাল থেকে আলাল উদ্দীনের ঝুলন্ত মরদেহ নামান। ওই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।
এবিষয়ে কলমাকান্দার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মোফাজ্জেল হক সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply