বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

মহাখালীতে উড়ালসড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৩ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর মহাখালীতে নির্মাণীধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।আজ সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com