জেলা প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর-লেংগুরা সড়কের পাশের ভবানীপুর স্থান থেকে নিষেধাজ্ঞা অমান্য করে আরো ২০টি গাছ কাটার খবর পাওয়া গেছে। রোববার সকাল পর্যন্ত মোট ৫৫টি আকাশমণি গাছ কেটে নেন ভবানীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক মঞ্জু। গত সোমবার গাছ কাটার খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশের গাছ কাটতে নিষেধাজ্ঞা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুরুল হক মঞ্জু নাজিরপুর-লেংগুরা সড়কের পাশের ভবানীপুর স্থান থেকে শতাধিক গাছ কাটার উদ্যোগ নেন। গত সোমবার বিকেল পর্যন্ত তিনি চার জন শ্রমিক দিয়ে ৩৫টি গাছ কাটেন। পরে খবর পেয়ে কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ও এলজিইডির উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধাজ্ঞা দেন । পরে সেদিন গাছ কাটা বন্ধ রাখলেও পরের দু’দিনে আরো ২০টি গাছ কেটে নেন মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়ে সড়কের পাশের গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়। পরে এনিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নতুন করে পুনরায় আবারও গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।
Leave a Reply