দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না মনিরের। সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মনির মিয়া (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মনির কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের রুহুল আমীনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে মনির বড়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মনির ওই এলাকার রাণীখং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও সকালে স্কুলে যায় তবে স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরেনি। সহপাঠীদের সাথে স্কুলের সামনের পুকুরে গোসলে নেমেছিল মনির। গোসল করার সময় সে পানিতে ডুবে গেলে সহপাঠীদের ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আশিক ইকবাল জানান, পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। তখনও নাকে-মুখে পানি ঝরছিলো। তবে কতটুকু সময় আগে মারা গেছে তা নিদিষ্ট করে বলা যাচ্ছে না।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নুরে আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply