দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজর পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বিপিন চন্দ্র দাস। শনিবার দুপুরে পৌরএলাকায় চলমান এ কাজ পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, দুর্গাপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর পৌরনির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আকরাম খান, পৌর সহকারি প্রকৌশলী উত্তম দাস, কাউন্সিলর মশিউজ্জামান বাদল, কামরুল হাসান জনি, পৌর হিসাব রক্ষক মো. নুরে আলম, ঠিকাদার বিপ্লব কৃষ্ণ রায় সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই এলাকা ততবেশি পরিচিত। দুর্গাপুর পৌরবাসী আমাকে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমি আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক ইতোমধ্যে পৌরসভার নানা উন্নয়ন মুলক কাজ শুরু করেছি। পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে সকল কাজই সঠিক পরিকল্পনা মোতাবেক করা হবে। দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
Leave a Reply