শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৮ পঠিত

দিগন্ত ডেক্স : পটিয়ায় শারিরীক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত মো. পারভেজ আলমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল আলম প্রকাশ আলমের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী কেলিশহর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে কাপড় শুকাতে দিয়ে ঘরে ফেরার সময় ঘরে কেউ না থাকার সুবাদে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক পারভেজ আলম। এক পর্যায়ে পাশর্^বর্তী লোকজন ঘটনা দেখে ফেলে। এসময় ওই কিশোরী চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এসে পারভেজকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পটিয়া থানার উপ-পরিদর্শক বিলাল আকন্দসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে আটক করে থানায় নিয়ে যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, এর আগেও অভিযুক্ত যুবক ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সকালে ঘরে কেউ না থাকার সুবাদে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করার সময় স্থানীয়রা ঘটনা দেখে ফেলে। এসময় এলাকাবাসী পারভেজকে আটক করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় পারভেজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com