অহিদুর রহমান (নেত্রকোনা) থেকে : নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রশাসন, বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সম্মিলিত যুব সমাজ, উদ্দীপন এর যৌথ আয়োজনে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে প্রাণবৈচিত্র্য দিবস। সোমবার পাখির প্রতি ভালোবাসায় গাছে হাড়িবাঁধা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস পালন করা হয়।
‘‘চুক্তি থেকে কর্ম – প্রাণবৈচিত্র্যকে ফিরিয়ে আনো’’ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী জনাব মো.অহিদুর রহমান, সহযোগি সমন্বয়কারী শংকর ¤্রং, কর্মসূচী কর্মকর্তা মো. আলমগীর, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সহ:সভাপতি ফৌওজিয়া নাসরিন, অদম্য বাংলাদেশের সদস্য সচিব রনি খান, সম্মিলিত যুব সমাজের প্রতিনিধি মো: জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিবস কেন্দ্রীক আলোচনা করেন।
বক্তারা বলেন, মানুষের কর্মকান্ড ও জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জলাভূমি, বন, পাহাড়, নদী এর প্রতি আমরা সহিংসতা করার ফলে প্রকৃতি থেকে মানুষের বন্ধু পাখি, গাছ, মাছ, বন্যপ্রানি, মৌমাছি, ব্যাঙ, কেঁচো, শামুক বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাণির আবাসস্থল আমরা নষ্ট করে ফেলছি। তাই মানুষে প্রাণিতে এক ধরণের দ্বন্দ্ব তৈরী হয়েছে। প্রকৃতির প্রতি সহিংসতা না করি, প্রাণবৈচিত্র্যপূর্ণ পৃথিবী পাবো।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, আমরা মানুষ যারা আছি তারা প্রকৃতি প্রতি সদয় না হলে অনেক প্রাণসম্পদ বিলুপ্ত হয়ে যাবে। পরিবেশ প্রকৃতিকে ভালো রেখে আমাদের উন্নয়ন কাজ করতে হবে। ব্যাঙ,শামুক,পাখি,গাছ রক্ষায় যেমন কাজ করতে হবে, আমাদের ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীদেরকেও সচেতনভাবে প্রকৃতি রক্ষার শিক্ষা দিতে হবে।
আলোচনা শেষে উপজেলা চত্বরে প্রকৃতি বন্ধনের আয়োজনে গাছকাটা আন্দোলনে প্রতি সংহতি, জলাভূমি রক্ষা, বনপাহাড় রক্ষা, হাতির আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণির প্রতি সদয় ও আইন মেনে চলা, নদী রক্ষা, বাস্তুতন্ত্র পূন:রুদ্ধার করা সহ ২০ দাবী জানানো হয়। সভাশেষে উপজেলা চত্বরে শতবর্ষী গাছে পাখির প্রতি ভালোবাসার নিদর্শন স্বরুপ ও সচেতনতা তৈরীর জন্য পাখির বিকল্প বাসা তৈরীর জন্য ৪০টি হাড়ি বাঁধা হয়।
Leave a Reply