দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির। নেত্রকোনা ১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) বিভিন্ন হাট বাজারে শুভেচ্ছা বিনিময় সহ আ‘লীগের নেতাকর্মী ও হাটবাজারে আসা তৃণমুল মানুষের সাথে কুশল করছেন। শনিবার দিনব্যাপি বিজয়পুর, নাজিরপুর, সিধলী ও লেঙ্গুরা এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
আতাউর রহমান খান আঁখির বলেন, বর্তমান সরকারের কর্নধার, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে ৩ বার ক্ষমতায় আছেন। তিনি ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছেন আমি তারই চিত্র প্রজেক্টরের মাধ্যমে এলাকার জনগনের সামনে তুলে ধরছি। আমার বিশ্বাস দেশের এই উন্নয়ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাধারণ মানুষ আওয়ামীলীগ কে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন। এরই ধারাবহিকতায় তৃনমুল নেতৃবৃন্দকে নিয়ে নৌকার গণ জোয়ার জাগিয়ে তুলতে মাঠে কাজ করছি, নৌকার জয়কে সুনিশ্চিত করতে পথ সভা ও গন সংযোগ করছি। আমাদের নেত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা। নেত্রকোনা-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনয়ন দিলে ভালো হবে তিনিই ভালো জানেন। তবে এবার যোগ্য দেখেই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, আমি নেত্রকোনা-১ আসনের একজন এমপি প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা, দেশের রাস্তা-ঘাট, শিক্ষা, অবকাঠামো গত উন্নয়ন সহ এই ব্যপক উন্নয়নের কথা গুলো দুর্গাপুর ও কলমাকান্দা এলাকার মানুষের কাছে তুলে ধরছি। তারা যেন দলমত নির্বিশেষে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে আবার বিজয়ী করেন।
এ সময় অন্যদের মধ্যে, যুবলীগ নেতা সোহাগ মিয়া, রাজা মিয়া, রইছ উদ্দিন মিয়া, মো. শেখ বাবুল, সুমন সাহা, রাইদুল ইসলাম, শংকর সাহা, রাসেল মিয়া, ফজলুল হক, মিজানুর রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আদিবাসী নেতৃবৃন্দ সহ আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply