সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

দেড় মাস পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬ পঠিত

দিগন্ত ডেক্স : রমজান,বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আগামী রোববার ( ৩০ এপ্রিল ) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে ৬ নির্দেশনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পর এসব নির্দেশনা মানতে হবে।

নির্দেশনাগুলো হলো:

(১) শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা।  (২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ- লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ।

(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ। (৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা।

(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ। (৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com
error: Content is protected !!