দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনব্যাপি নানা আয়োজনে অত্র এলাকায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ডিএসকে‘র কর্মী মোরশেদ আলম এর সঞ্চালনায়, ডিএসকে’র সহকারী পরিচালক শামসুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করেন ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকার, নজরুল ইসলাম, আশরাফুল আলম সোহেল, ডিএসকে কর্মকর্তা আলকাছ উদ্দিন মীর, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, ডিএসকে কর্মকর্তা নিরন্তর বনোয়ারী, শাখা ব্যবস্থাপক সনৎ কুমার সাহা, কাজল চন্দ্র সরকার, জুবায়ের হোসেন, মজিবুর রহমান, আনোয়ারা বেগম, সুলতানা শাহীন, গোলাম মোস্তফা হীরা, আঃ জলিল, নুকুল কুমার ঘোষ প্রমুখ।
আলোচনা শেষে এলাকায় কর্মরত আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপনগণের পক্ষ থেকে নির্বাহী পরিচালক ও সহকারী পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তিতে ডিএসকে‘র কর্মীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।
আলোচনা সভায় নির্বাহী পরিচালক বলেন, ডিএসকে একটি বে-সরকারি উন্নয়ন সংস্থা। সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনেই আজ দেশের প্রতিটি অঞ্চলে নানা কাজ নিয়ে এর বিস্তরতা লাভ করছে। এর অবদান আপনাদের সকলের। ডিএসকে কর্মের মুল্যায়ন করতে জানে, আমি চাই আপনাদের প্রতিটি কর্মই স্মৃতিময় হয়ে থাকুক। আপনার সততা ও নিষ্ঠা আপনাকে উপরে তুলে ধরবেই। আসুন আমরা সকলে মিলে প্রানপ্রিয় সংস্থা দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র কে সারাদেশে একটি মডেল সংস্থা হিসেবে তুলে ধরি। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।
Leave a Reply