দিগন্ত ডেক্স : পরবর্তী ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর দিনক্ষণ ঘোষণা করল অস্কার কমিটি। ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম সংস্করণ। সোমবার অস্কার কমিটির তরফে এ কথা জানানো হয়েছে। ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এবং ‘এবিসি’ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৯৬তম অস্কারের সূচি ঘোষণা করে।
আগামী বছর ১০ মার্চ অস্কার প্রদান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। রবিবার অনুষ্ঠানটি হবে। ৯৬তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানটি ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০টি জায়গায় সরাসরি সম্প্রচার করবে ‘এবিসি’, অস্কার কমিটি থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯৫তম অস্কার মঞ্চ ছিল ভারতীয়দের জয়জয়াকার। স্বল্পদৈঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত হয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে অস্কার পেয়েছিল এই ছবিটি। এই বিভাগে মনোনয়ন দিক থেকে এটি ছিল তৃতীয় ভারতীয় স্বল্প দৈঘ্যের ছবি।
Leave a Reply