দিগন্ত ডেক্স : ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আগামীকাল শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের পাঁচ জামাত।
এদিকে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। প্রধান ঈদ জামাতকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাইন্ডেশন জানিয়েছে, প্রতিবারের মতো এবারও বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের পাঁচটি জামাত।
জাতীয় মসজিদে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে জমঈয়তে আহলে হাদিসের প্রধান জামাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত।
সকাল ৮টায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে ঈদের জামাত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামায় হবে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে সকাল ৮টায় হবে ঈদ জামাত।
বসুন্ধরা আবাসিক এলাকায় হবে ছয়টি ঈদ জামাত। সকাল ৭টায় মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে, সকাল সোয়া ৭টায় সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে, এফ ব্লক জামে মসজিদে সাড়ে ৭টায়, ৮টায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। এ ছাড়া কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল সোয়া ৮টায় এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় হবে ঈদ জামাত।
Leave a Reply