দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘কালো আর ধলো বাহিরে কেবল-ভিতরে সবারই সমান রাঙ্গা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ সদস্য ও পৌর মেয়র মরহুম আলা উদ্দিনের সহধর্মিণী সুরমী আক্তার সুমি‘র নিজ অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রায় ২হাজার দরিদ্র পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আকরাম খান, পৌর কাউন্সিলর এসএম কামরুল হাসান জনি, মনোয়ার হোসেন মানিক, মো. রাশিদ মড়ল, আওয়ামী লীগ নেতা ধনেশ পত্রনবীশ, আলম মিয়া, মো. কুতুব উদ্দিন, সুরমী আক্তারের পিতা শাহীন মিয়া প্রমুখ। ঈদ উপহার হিসেবে পুরুষদের মাঝে লুঙ্গি ও মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার বলেন, আমার প্রয়াত স্বামী মেয়র আলা উদ্দিন যেভাবে দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষের সেবা করে গেছেন, আমিও আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সহায়তা করে যাবো। ঈদ উপলক্ষে অসহায়দের পাশে থাকতে পেরে আমি আনন্দিত।
Leave a Reply