সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২০১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে সর্বস্তরের সুধীজনের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এই বৈদ্যনাথতলাকেই পরে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। তাই দিনটি স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে চিরভাস্বর এক অবিস্মরণীয় দিন। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com