দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নেত্রকোনা ১ আসনের এমপি মানু মজুমদার এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮শত অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা করেছেন। সোমবার দুপুরে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি চত্তরে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮শত অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরন করা হয়। এ সময় উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা আ‘লীগ কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মানু মজুমদার।
Leave a Reply