দিগন্ত ডেক্স : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আমরা কুঁড়ির ঈদ উপহার নতুন বছরে জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুঁড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রায় ১৫০ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদের নতুন জামা ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এ এস এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, নারী উদ্যোক্তা ফাতেমা বেগম, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোটের সভাপতি শাহ আলম সিকদার জয়, অধ্যক্ষ এম এ মান্নান মনির, বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব রাফিয়া বিনতে ইসলাম রুহি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহাম্মদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা।
Leave a Reply