কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে সাদেকা তামান্না নিপার নিযুক্ত হওয়ায় নেত্রকোনার কলমাকান্দায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার বাড়ী হচ্ছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে । তার বাবা মো. আব্দুল হাইও একজন শিক্ষক। তিনি কলমাকান্দা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপনা করছেন।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে কলমাকান্দার চন্দ্রডিঙ্গা সাহিত্য পরিষদ বাংলাদেশের আয়োজনে কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুমায়ন আহম্মেদ অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলমাকান্দা চন্দ্রডিঙ্গা সাহিত্য পরিষদ বাংলাদেশের সভাপতি কবি বকুল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা ও বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান কবি রাসেল আহম্মেদ এবং কলমাকান্দা সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাই।
শিক্ষক কবি শাহান শাহ্ ও শিক্ষক একেএম শাজাহান কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক সাদেকা তামান্না নিপা, মোহাম্মদ এরশাদুল হক, কবি মোঃ আব্দুল জব্বার, কবি বিপ্লব সাহা, কবি দশরথ চন্দ্র অধিকারী,কবি ইকবাল হোসেন রুবেল, কবি শ্যামল তালুকদার, কবি কাজল তালুকদার, আমির হামজা বাবু, সাংবাদিক আল আমিন সালমান , শেখ শামীম, কামাল পাশা প্রমূখ।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাদেকা তামান্না নিপার হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দেন- কলমাকান্দার চন্দ্রডিঙ্গা সাহিত্য পরিষদ বাংলাদেশ।
Leave a Reply