রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বন্য হাতির আক্রমনে কৃষক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহেব আলী(৫২)।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে ওই গ্রামের ফসলি ক্ষেতে বন্যহাতির দল হানা দেয়, এসময় স্থানীয়রা হাতি তাড়াতে গেলে হাতির দল উল্টো আক্রমণ করলে হাতির পায়ের নিচে পড়ে গুরুতর আহত হন কৃষক সাহেব আলী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম জানান,ওই কৃষকের বায়ুপথে রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা আশংকাজনক হওয়ার কারণে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com