দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের পৃথক দুই মামলায় বিএনপি’র পৌরসভার ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মানিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকায় তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছিলো। সে মামলার আসামী মিজানুর রহমান মানিক কে গতকাল রাতে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা করার প্রস্ততি নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিলো।
Leave a Reply