বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় অষ্টমীর স্নানে পুণ্যার্থীর ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৭ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। বুধবার ভোর চারটা থেকে উপজেলার মল্লিকের চর এলাকায় উব্দাখালী নদীর তীরে এই স্নান শুরু হয়। সাড়ে পাঁচটা পর্যন্ত স্নানের উত্তম লগ্ন থাকলেও ইতিমধ্যেই স্নানে অংশ নিয়েছেন হাজারো পুণ্যার্থী। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দিনব্যাপী স্নানোৎসব চলবে। জানা গেছে, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। কলমাকান্দার উব্দাখালী নদের মল্লিকের চর এলাকাটি তারা তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন। হিন্দুধর্মমতে এই স্নানের মাধ্যমে তাদের পাপমোচন হয়। আর এই পাপমোচনের অভিপ্রায়ে প্রতিবছরের মতো এবছরও হাজারো পুণ্যার্থী এই স্নানে অংশ নিয়েছেন।
স্নানোৎসবে অংশ নেয়া সাধনা রানী সাহা বলেন, প্রতিবছর উব্দাখালী নদে অষ্টমীর স্নানে পরিবার ও আত্মীয়স্বজন মিলে স্নান করে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা করি। স্নান করলে সব পাপমোচন হয়।
স্নানোৎসব কমিটির সভাপতি সতিশ চন্দ্র মল্লিক বলেন, এক যুগ ধরে এখানে অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এটি পুণ্যার্থীদের জন্য পবিত্র দিন। এ বছর অষ্টমীর স্নানে কয়েক হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ মুসলিম সম্প্রদায়ের লোকজন পুণ্যার্থীদের নানাভাবে সহযোগিতা করছেন। আগত পুণ্যার্থীরা স্নান শেষে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com