দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদেরকে প্রায় ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করে বে-সরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। রোববার দুপুরে স্থানীয় ৬৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ডিএসকে কর্মী মোরশেদ আলম এর সঞ্চালনায়, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র সহকারী পরিচালক জনার শামছুল আলম খান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র নির্বাহী পরিচালক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে, নেত্রকোনা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক আশরাফুল আলম সোহেল, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুজ্জামান সুরুজ, শিক্ষার্থী অভিভাবক জাহাঙ্গীর আলম, ডিএসকে‘র বিভিন্ন শাখা ব্যবস্থাপক সহ ডিএসকে‘র কর্মকর্তাগন, চেক প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) একটি মানবিক প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ শুরু করলেও এখন এই প্রতিষ্ঠানটি বহুমুখী সেবামূলক কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও গরীব,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়। নেত্রকোনা-০১ অঞ্চলে ৬৫ জন শিক্ষার্থীকে ৬ লক্ষ টাকার চেক এবং সারাদেশে ৮৭০ জন শিক্ষার্থীকে ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরন করেন এ প্রতিষ্ঠানটি। শিক্ষাবৃত্তির চেক পেয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবকগন ডিএসকে’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply