সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

এখনো পরিচয় মিলেনি হাসপাতালে রেখে যাওয়া শিশুটির

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭২ পঠিত

দিগন্ত ডেক্স : ২৪ ঘণ্টা পার হলেও পরিচয় মেলেনি নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে জন্ম নেওয়া শিশুটির। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বাচ্চাটি শ্বাসকষ্ট রোগে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রেবেকা আলম পিংকি জানান, শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পেটে ব্যাথা নিয়ে  এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন।

ভর্তির পরেই মেডিকেলের টয়লেটে প্রবেশ করেন তিনি। টয়লেটে কিছুক্ষণ থাকার পর  সেখান থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যান ঐ নারী। এরপর টয়লেটে একটি নবজাতককে দেখতে পান মেডিকেলে ভর্তি থাকা অন্য রোগীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর বলেন, ‘ভর্তির কিছুক্ষণ পরপরই সন্তান প্রসব করে মেডিকেল থেকে পালিয়ে যান মা। এখনো পরিচয় মেলেনি নবজাতক শিশুটির। বর্তমানে বাচ্চাটির সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com