বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর দেয়া ল্যাপটপ ও ট্যাব বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৬৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪টি ল্যাপটপ ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুরে নানা আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার মুক্ত মঞ্চে যুবলীগ সভাপতি আব্দুল হান্নান ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সীতেশ চন্দ্র পাল, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো.জামাল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ দুলাল পন্ডিত, থানার তদন্ত (ওসি) মো.নুরুল আলম, আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com