দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে উপজেলা চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার মুক্ত মঞ্চে যুবলীগ সভাপতি আব্দুল হান্নান ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার শীতেষ চন্দ্র পাল, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো.জামাল তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ দুলাল পন্ডিত, থানার তদন্ত (ওসি) মো.নুরুল আলম, ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম, আলম সরকার, উপজেলা যুবলীগের সহ সভাপতি পাভেল চৌধুরী, আওয়ামিলীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
Leave a Reply