কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মদিন পালন করেছে উপজেলা জাতীয় পার্টি।
সোমবার উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, স্মরণ সভা, দোয়া মাহফিল ও র্যালিসহ কর্মসূচি’ র মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এদিনটি পালন করা হয়।
কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী ।
কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়ার সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খান শান্তু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসমা আশরাফ , জেলা জাতীয় পার্টির সাংগঠিক সম্পাদক মো. আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির পৌর কমিটির সভাপতি ফারুক ইয়ার খান কাজল, মদন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুর নবী, কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সবুজ মিয়া, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা যুব সংহতির সভাপতি জুবায়ের আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
স্মরণ সভা শেষে পার্টি কার্যালয় থেকে বিকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় উপজেলার সব ইউনিয়ন জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply