বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: সারাদেশের ন্যায় নেত্রকোনা দুর্গাপুরে নারী শিক্ষার আদর্শ বিদ্যাপিঠ ‘‘দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের’’ আয়োজনে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।

প্রভাষক আবু সাদেক এর সঞ্চালনায় ‘‘জাতীর পিতা বাংলাদেশের অহংকার’’ শীর্ষক আলোচনায় কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি অধ্যাপক দিলোয়ারা বেগম, গৌতম কুমার মল্লিক, সিনিয়র প্রভাষক মোহাম্মদ শামীম আজাদ, মোহন লাল বিশ্বাস, মো. মাহবুবুল আলম, প্রভাষক শারমিন সুলতানা তানি, সীমা রানী সরকার, আশরাফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে শেখ লুৎফর রহমান ও শেখ সায়েরা খাতুন দম্পতির ঘরে জন্ম নেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লুৎফর-সায়েরা দম্পত্তির ছোট্ট ‘খোকা’ই পরবর্তীতে এদেশের মানুষের পরাধীনতা মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

আমাদের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ, গুনবলীকে ধারণ করতে হবে। সেই সাথে আমাদের ভবীষৎ প্রজন্ম যেন বঙ্গবন্ধুর আদর্শ, ও নেতৃত্ব দেওয়ার যে গুনবলী ছিল সেটাকে ধারণ করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে এটাই স্বাভাবিক। ছবি আঁকার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর গুণাবলি আমাদের শিশুদের মধ্যে সঞ্চারিত করতে হবে। যাতে আজকের এ শিশুরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো দেশের সেবা করতে পারে। বঙ্গবন্ধু আমাদের মাঝে আজ জীবিত নেই কিন্তু যথদিন বাঙ্গালী জাতি থাকবে তথদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com