রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ইউপি উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৪ পঠিত
দিগন্ত ডেক্সে : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে  উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
এ নির্বাচনে চেয়ারম্যান  পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফিক নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার সাগর মোটরসাইকেল প্রতীকে,  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাকলজোড়া   ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২,১৬৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১১,৩৫৬ জন ও মহিলা ভোটার ১০,৮১১ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান , চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাকলজোড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তা মাঠে কাজ করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট র‍্যাব প্রতিটি কেন্দ্রে  সার্বক্ষণিক টহলে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ২৮ নভেন্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। চলতি বছরের ১০ জানুয়ারি শ্বাসকস্ট জনিত কারণে তাঁর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নে উপনির্বাচন ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com