বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ‘হিমু পাঠাগার’ এর উদ্ভোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘প্রজন্ম আলোকিত হোক অবারিত পাঠে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা দুর্গাপুরে সকল শ্রেণি পেশার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রতিটি এলাকায় সাহিত্য চর্চ্চা বাড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ‘‘হিমু পাঠাগার’’। শুক্রবার এ পাঠাগারের উদ্বোধন করেন বৃটিশ বিরোধী টংক আন্দোলনের নারী নেত্রী কুমুদিনী হাজং।

নেত্রকোণার কৃতি সন্তান নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ এর উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হিমু’র অবলম্বনে ‘হিমু পাঠাগার’ এর সৃষ্টি করা হয়। কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে উদ্বোধন করা হয় এ পাঠাগারের। এ সময় অন্যদের মধ্যে ‘হিমু পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা মাসুদ রানা, সুসং সরকারি কলেজের প্রভাষক জনপদ চৌধুরী, সাংবাদিক মামুন রণবীর, সাহিত্যিক শিপন রবি দাস, বিজয় সাহা, শাফায়াত হোসেন, সাদিকুল ইসলাম সহ স্থানীয় আদিবাসী তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানা বলেন, মেধা বিকাশে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। পাড়া ও মহল্লা গুলোতে যুব সমাজের মাধ্যমে পাঠাগার গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের জন্য এক অপরিহার্য্য অংশ। সেই সাথে মোবাইল আসক্তি বর্জন করে আগামী প্রজন্ম জ্ঞান অর্জনে এগিয়ে আসবে সে প্রত্যাশাও করি। এক্ষেত্রে দুর্গাপুর উপজেলা সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com