দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় – দুর্যোগ প্রস্ততি সব সময়’’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস। সর্বস্তরের অংশগ্রহনে র্যালী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রন বিষয়ক এক মহড়ার মধ্য দিয়ে শুক্রবার এ দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়া শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ আলী, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সম্পাদক মোঃ জামাল তালুকদার, আইইডিএস এর নির্বাহী পরিচালক মো. শামীম কবীর, সাংবাদিক ধ্রুব সরকার, ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় ইউএনও রাজীব-উল-আহসান বলেন, নেত্রকোনা জেলার মধ্যে দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্তুতি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগের প্্ুর্বপ্রস্তুতির বিষয়টি মাথায় রেখে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply