দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে স্বল্পমুল্যে চিনি, ডাল, ছোলা ও সয়াবিন তেল পৌছে দেয়ার লক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ইউনিয়ন পর্যায়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এ সময় অন্যদের মাঝে, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, ইউপি সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
ইউএনও রাজীব-উল-আহসান বলেন, মাহে রমজান উপলক্ষে দুর্গাপুরে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারীগন, ৬০ টাকা কেজি চিনি, ৭০ টাকা কেজি মসুর ডাল, ৫০ টাকা কেজি ছোলা ও ১১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।
Leave a Reply