দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের প্রাণকেন্দ্রে উকিলপাড়া এলাকায় হোসেন মার্কেটের দোতালায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
উদ্বোধন পুর্ব আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তা আবু রায়হান সনি এর সঞ্চালনায়, নেত্রকোনার জেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার কাউসার সুমন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, আ‘লীগ নেতা আলী আসগর, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ভবনের স্বত্তাধীকারি আলহাজ্ব ডাঃ মো. রমজান হোসেন, দুর্গাপুর শাখার অফিসার ইনচার্জ মো. আল মঈনুল হাসান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ঘাতক দালাল নির্মল কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি দুনিয়া মামুন, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী, বাজার ব্যবসায়ীগন। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply