দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায়, বীব মুক্তিযোদ্ধা, আব্দুর রব খলিফা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ৭১এর মুক্তিযোদ্ধা সংসদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক আবীর আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় ৭১এর মুক্তিযোদ্ধা সংসদ এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলী, মাসিক ডিজিটাল গ্রাম এর সম্পাদক জোতিষ চন্দ্র সমাদ্দার বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ওয়াহেদ আলী, আব্দুল জব্বার, আব্দুল আজিজ, স্নিগবেন্দু বাউল, সন্তোষ দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের হাজার হাজার বীর মুক্তিযোদ্ধাদের যৌথস্বাক্ষরে যে ০৮ দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হয়েছিলো, তা এখনো সম্পুর্নরুপে বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির যে দাবি তুলে ধরা হয়েছে তা বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠার একমাত্র সোপান। সে লক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইদের, আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানানো হয়।
Leave a Reply