দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (৩ই মার্চ) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুর্গাপুর সদর ইউনিয়নের ‘‘লক্ষিপুর সুটিং স্পট’’ প্রাঙ্গনে প্রেসক্লাবে কর্মরত সংবাদিক, অতিথি সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় আদিবাসী প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় এ বনভোজন। এতে সহায়তা করেন উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।
‘‘লক্ষিপুর সুটিং স্পট’’ মিলনায়তনে দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে আকর্ষণীয় তিনটি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নতুন অন্তর্ভুক্ত দুইজন সাংবাদিক সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
Leave a Reply