মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে হাজং শিক্ষার্থীদের নবীন-বরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে উল্লাসে নবীন প্রাণ।’’ হাজং সম্প্রদায়ের নবীন শিক্ষার্থীদের বরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার দুপুরে নানা আয়োজনে তাদের বরণ করে নেয়া হয়।

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব মাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো কলেজ। নেত্রকোনার দুর্গাপুরে এই কলেজে পড়ুয়া হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় টংক স্মৃতিসৌধ মিলনায়তনে হাজং নেতা অন্তর হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, হাজং সম্প্রদায়ের অন্যতম নেতা ও গবেষক মতিলাল হাজং, হাজং নেতা নলিনী কান্ত হাজং, লিটন হাজং প্রমুখ।

২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন। ফুল দিয়ে নবীণদের বরণ ও আলোচনা সভা শেষে নবীণদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় বরণ অনুষ্ঠান।

নবাগত শিক্ষার্থী ঝুমুর হাজং বলেন, ‘দীর্ঘদিন পর একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে নতুন শিক্ষক ও সিনিয়র আপুদের সঙ্গে পরিচয় হচ্ছে, কলেজে নিয়মিত ক্লাশ ও পাঠদান পেয়ে ভালোই লাগছে আমার। আমি এ কলেজে পড়াশোনার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। এখন শুধু ভালোভাবে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করব এই প্রত্যাশাই করছি, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com