বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ইউনিয়ন আ‘লীগের উদ্দ্যোগে এক শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর আলম সাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইসচেয়ারম্যার পারভিন আক্তার, আ‘লীগ নেতা আলী আসগর, এডভোকেট মুজিবুর রহমান, বিপ্লব মজুমদার, বিভাস সরকার, হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

বক্তরা বলেন, বিএনপি‘র নেতাকর্মীরা জনসমর্থন হারিয়ে আবল-তাবল বর্তমানে বকছেন। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ মেট্রোরেল, পদ্মা সেতু, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা ছয় লেন সড়কসহ বড় বড় উন্নয়ন করেছেন দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে উন্নয়নের মহাসমুদ্রে প্রলয় ঘটিয়েছেন তিনি। কোন প্রকার ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে, তার জবাব দিতেই সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ শুরু করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com