বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ময়মনসিংহে ইউপি সদস্য হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ পঠিত

দিগন্ত ডেক্স : ময়মনসিংহের নান্দাইলের খারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু সাঈদ (৫৫) হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪। রোববার (২৬ ফেব্র“য়ারি) ভোরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জোয়ারিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিঃ সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান গ্রেফতারকৃতরা হলেন, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের মো. আব্দুল সাত্তার (৭০) ও তার ছেলে আব্দুল মমিন (১৯)।

মামলা সূত্রে তিনি আরো জানান, গত ২২ ফেব্র“য়ারি বিকেলে সাবেক ইউপি সদস্য আবু সাঈদ খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। এ সময় বাজারে চা পান করার জন্য বসলে মো. আব্দুল সাত্তারের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। আবু সাঈদ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় আব্দুল সাত্তার তার পানের বরজের পাশে ৪-৫ জন লোকসহ দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, পানের বরজের পাশে মরদেহ মাটির নিচে পুঁতে রাখে। আবু সাঈদ বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেয়। এ সময় আব্দুল সাত্তারের পানের বরজের পাশে মোবাইল বাজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে নান্দাইল মডেল থানায় খবর দেন তার স্বজনেরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে আব্দুল সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে নিহতের বড় ছেলে আনিছ মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব-১৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com