বিপিএলের বিরতির পর বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে শনিবার থেকে। কক্সবাজারে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।,
ম্যাচে প্রথম দিনের খেলায় ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন নাঈম ইসলাম। তার ফিফটিতে ভর করে বিসিবি নর্থ ইসলামী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে ২৮৮ রান তুলেছে। নাঈম ৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার সঙ্গে অপরাজিত ৭ রানে মাঠ ছাড়েন সানজামুল ইসলাম।,
টপ অর্ডারে নর্থের হয়ে হাল ধরেন তামিম ও জয়। যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিলেও ফিফটির স্বাদ পাননি। তামিম ৪৫ ও জয় ৪২ রান করেন। আমিনুল ইসলাম বিপ্লব পজিশনে এগিয়ে ব্যাটিংয়ের সুযোগ পেলেও ২৪ রানের বেশি করতে পারেননি।,
নাঈম ২০৭ বলে ৬ বাউন্ডারিতে ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাসির ৪ রানের জন্য ফিফটি মিস করেন। ৭৯ বলে ৭ বাউন্ডারিতে করেন ৪৬ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭৪ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রানের বেশি করতে পারেননি।,
বল হাতে আবু জায়েদ রাহী ৯৩ রানে ৩ উইকেট নেন। তানবীর ইসলাম ২টি ও এনামুল হক ১ উইকেট পেয়েছেন।,’
Leave a Reply