কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান এবিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় ২৬টি পিআইসি আছে। যার মোট দৈর্ঘ্য ৩২.৫৬ কিলোমিটার। আর এসব বাঁধ নির্মাণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা।
গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধ পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, উপ-বিভাগীয় প্রকৌশলী আরাফাত আহমেদ, উপসহকারি প্রকৌশলী মোহাম্মদ সোহাগ ফকির, ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।
পরিদর্শণ শেষে রোববার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, ইতিমধ্যে কলমাকান্দার বাঁধগুলোর মাটির কাজ সমাপ্ত হয়েছে। এখন ড্রেসিং, লেভেলিং ও টার্ফিংয়ের কাজ চলমান আছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের শতভাগ কাজ শেষ হবে। বর্তমানে ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।
Leave a Reply