শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

দুর্গাপুরে বাংলা নববর্ষ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৯৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা সপিবি‘র, সাহিত্য সংগঠন পথ পাঠাগার, আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,  আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী সহ সরকারি বে-সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ইউএনও রাজীব বলেন, আমরা বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। জীর্ণ-পুরাতন সবকিছু ভেসে যাক-মুছে যাক গ্লানি, পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। দেশকে সামনে এগিয়ে নিতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমি, পথ পাঠাগার, উপজেলা সিপিবি, দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরুপ কর্মসূচী পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com
Design & Developed BY Purbakantho.Com