Logo
নোটিশ ::
Wellcome to our website...

৮৮ হাজার কোটি টাকা উধাও

রিপোর্টারের নাম / ১৬২ বার
আপডেট সময় :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৫:৫৪ অপরাহ্ন

দিগন্ত ডেক্স : শীর্ষ মহলের বার বার প্রতিশ্রুতিতেও শেয়ারবাজারে স্বস্তি ফিরছে না। অর্থবছর জুড়েই অশান্ত ছিল শেয়ারবাজার। দেশের শেয়ারবাজারের ২০১৯-২০ অর্থবছরে জন্য এক বড় ধাক্কা লেগেছে। এই অর্থবছরের প্রায় ৮৮ হাজার কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। সদ্য সমাপ্ত শেষ হওয়া অর্থবছর তথ্য পর্যালোচনা করে এতথ্য দেখা গেছে। এতে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল তিন লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি টাকা।

অর্থবছর শেষে তা নেমে এসেছে তিন লাখ ১১ হাজার ৯৬৭ কোটি টাকায়। অর্থাৎ বাজারে মূলধন কমেছে ৮৭ হাজার ৮৪৯ কোটি টাকা। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ওই পরিমাণ কমেছে। সে হিসাবে ২০১৯-২০ অর্থবছরে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম কমেছে ৮৭ হাজার ৮৪৯ কোটি টাকা। অর্থাৎ এ পরিমাণ অর্থ হারিয়েছেন বিনিয়োগকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com