আর এত বড় সেই ভবনটি ৩০ সেকেন্ডের কম সময়ে ধসে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো ভবন ভেঙে ফেলতে প্রায় ৮৯৪ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হলো এত বড় ভবনটি।
স্থানীয় প্রশাসন কর্মকর্তা তাসনীম মোতারা বলেন, এই বাড়ির উচ্চতা ছিল ১০৮ মিটার। এর আগে একই উপায়ে ভেঙে ফেলা বিল্ডিং ছিল ১১৪ মিটার উঁচু।