দিগন্ত ডেক্স : ১৯৯২ সালে রংপুরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে দীর্ঘ ২৯ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। দণ্ডপ্রাপ্ত এ আসামি দীর্ঘ ২৯ বছর ধরে পলাতক ছিলেন। রোববার (০৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মিরপুর এলাকার পাইকপাড়া থেকে আবুল কালামকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।
মিজানুর রহমান বলেন, ১৯৯২ সালে রংপুরে ইব্রাহিম হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলার আসামি আবুল কালাম। বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে আবুল কালাম এত দিন পলাতক ছিলেন। দীর্ঘ ২৯ বছর পর তাকে গ্রেফতার করেছে র্যাব।